এম. এ. সালাম রানা: নরসিংদীতে এক পথসভায় গনজাগরন মঞ্চের মূখপাত্র ডাঃ ইমরান এইচ সরকার জামায়াত শিবিরের নিবন্ধন বাতিল ও মানবতা বিরোধী অপরাধের বিচার নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেন, এক দিকে ইসলামী ব্যাংকের অর্থগ্রহণ অপর দিকে গণজাগরণ মঞ্চের উপর পুলিশি হামলার মাধ্যমে প্রশ্ন উঠেছে জামায়াত শিবির নিষিদ্ধসহ ৬ দফা দাবী বাস্তবায়নের যে ঘোষণা দিয়েছে তা থেকে সরকার সরে আসছে কিনা? এই প্রশ্ন শুধু গণজাগরন মঞ্চের নয়, এই প্রশ্ন আজ সাধারন মানুষের। অন্যদিকে বাংলাদেশের গুটিকয়েক রাজনৈতিক দল মানুষকে হতাশ করে যুদ্ধাপরাদের বিচারের ব্যাপারে যে দীর্ঘসুত্রিতার সৃষ্টি হয়েছে ও জামায়াত শিবির নিষিদ্ধের দিক থেকে দৃষ্টি সড়িয়ে রাজনীতি করতে চাচ্ছে সেই অপরাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। গত রোববার বিকেলে নরসিংদীতে গণজাগরন ঘরে ঘরে পৌঁছে দিতে ও সাধারন মানুষকে গণজাগরন মঞ্চের সাথে সম্পৃক্ত করতে তিনি লিফলেট বিতরন, গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন নরসিংদী গণজাগরন মঞ্চের মূখপাত্র মীর লোকমান সহ গণজাগরন মঞ্চের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ। মঞ্চের মূখপাত্র ইমরান এইচ সরকার বিকেল ৫টায় নরসিংদীর পৌরসভার সামনে স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত এক পথসভা শেষে নরসিংদী সরকারি কলেজসহ শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরন ও গণসংযোগ করেন। এরপর জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও মানবতা বিরোধী অপরাধীদের বিচার কার্য তরান্বিত করা সহ ৬ দফা দাবী বাস্তবায়নের দাবীতে জেলা শহরে মৌন মিছিল করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী সরকারী কলেজে ক্যাম্পাসে যেয়ে শেষ হয়। এ সময় তিনি কলেজ ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের নিয়ে পৃথক সভা করেন। মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এসময় বলেন, ৬ দফা দাবী বাস্তবায়নের পর দুর্নীতি ও সন্ত্রাস সমসাময়িক সমস্যা দুর করাসহ আধুনিক বাংলাদেশ বিণির্মানের কর্মসূচি ঘোষনা করেন।
Home
»
»Unlabelled
» নরসিংদীতে গণজাগরণ মঞ্চের পথসভা, গণসংযোগ, লিফলেট বিতরন জামাত শিবিরের নিবন্ধন বাতিলসহ মানবতা বিরোধী অপরাধের বিচারে সংশয় -ডা: ইমরান এইচ সরকার
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment