এম.এ. সালাম রানা : নরসিংদী জেলা শহরের দত্তপাড়া মহল¬ার কুখ্যাত সন্ত্রাসী রহিম বাদশা (২২) কে দূর্বৃত্তরা নি:শংস ভাবে খুন করেছে। গতকাল সোমবার ভোর সাড়ে ৫টায় জেলা শহর রক্ষা মেঘনা নদীর বাধের নিকটে তার ক্ষত-বিক্ষত লাশ দেখতে পেয়ে এলকাবসী পুলিশে খবর দেয়। নরসিংদী মডেল থানা পুলিশ খরব পেয়ে ঘটনাস্থল থেকে নিহত রহিম বাদশার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে। নরসিংদী দত্তপাড়া এলকার মৃত: আব্দুল খালেক মিয়ার ছেলে রহিম বাদশার বিরুদ্ধে অপহরণ, অস্ত্রমামলা, নারীনির্যাতন ও চাঁদাবাজীসহ থানায় বহু মামলা রয়েছে বলে সদর মডেল থানার ভার প্রাপ্ত কর্মকর্তা এ,কে, এম আবুল কাশেম জানিয়েছেন। প্রতিপক্ষ সন্ত্রাসীরা তাকে খুন করে তার লাশ ঘটনাস্থলে ফেলে রেখে চলে যায়। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি।
Home
»
»Unlabelled
» নরসিংদীতে সন্ত্রাসী রহিম বাদশা খুন
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment