22:08
0
হুমায়ুন কবির ভূইয়া : ঐতিহ্যবাহী মাধবদী বাবুরহাটের শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও উচ্চ শিক্ষার জন্য শহরমুখী প্রবণতারোধে প্রতিষ্ঠিত হয়েছে জজ ভূইয়া কলেজ। মাধবদী নওপাড়ায় মনোরম ও নিরিবিলি পরিবেশে প্রতিষ্ঠিত এই কলেজ ইতিমধ্যেই সুধীমহল ও শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। শ্রেণিকক্ষের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত ৪ তলা ভবন, বিনোদনের ও আড্ডার জন্য প্রশস্ত নান্দনিক মাঠ, ঝর্ণার ফোয়ারা স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কেনা হয়েছে অত্যাধুনিক গাড়ী। দুর দুরান্ত থেকে শিক্ষার্থীকে যানযট পোহানো, পথের ক্লান্তি পোহাতে হবে না। সবুজ মনের মানুষ আলহাজ্ব ইঞ্জিঃ মোঃ ফায়জুর রহমান ভূইয়া ওরফে জুয়েল এই কলেজ প্রতিষ্ঠা করে এলাকার শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করছেন। পিতার নামে প্রতিষ্ঠিত এই কলেজ শুধু নয়, ইতিমধ্যে এতিমখানা মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। দুর দুরান্ত থেকে ছাত্র-ছাত্রীরা উৎসব মুখর পরিবেশে ভর্তি হচ্ছে। দক্ষতা অভিজ্ঞতার বিচার করে নিয়োগ দেওয়া হয়েছে শিক্ষকমন্ডলী। এখন তারুণ্যের যুগ। বোধহয় এই বিবেচনায়ই অধ্যক্ষ হিসাবে নিয়োগ পেয়েছে তরুণ অধ্যাপক মোঃ ইকবাল হোসেন। তিনি বিভিন্ন কলেজে সুনামের সহিত অধ্যাপনা করে এসেছেন। ধারণা করা হয় তার সুদক্ষ নেতৃত্বে কলেজটি অল্প সময়ের মধ্যে সুনাম অর্জন করতে পারবে। আগামী ১লা জুলাই থেকে ক্লাস শুরু হবে বলে জানা যায়।

0 comments:

Post a Comment