04:57
0
মাধবদী প্রতিনিধি : কোন প্রকার হোল্ডি কর বৃদ্ধি না করে আগামী ২০১৪-১৫ অর্থ বছরের ৬৭ কোটি ২২ লক্ষ ৭৬ হাজার ৯ শত ৬৩ টাকার সার্বিক বাজেট ঘোষণা করেছেন মাধবদীর পৌর মেয়র হাজী মোঃ ইলিয়াছ। গতকাল সোমবার বেলা ২টায় মাধবদী পৌর মিলনায়তনে বাজেটোত্তর এক সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন পৌর সচিব মোঃ আলমগীর হোসেন, প্যাণেল মেয়র মোঃ মকবুল হোসেন, কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষ রঞ্জিত, মোঃ সোলায়মান ভুইয়া, আলহাজ্ব সালাহউদ্দীন, মোঃ মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম মোঃ হাবিবুল্লাহ্ ভুইয়া, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আমেনা বেগম, সাদিয়া বেগম,ও ফাতেমা বেগম। এসময় এলাকার সুধীজনসহ সাংবাদিক ও পৌর কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। মেয়র তার বক্তব্যে বলেন এবারের বাজেটে পৌর এ্লাকার ভৌত অবকাঠামো উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ, ফরমালিন মুক্ত খাবার, নাগরিক সুবিধা বৃদ্ধি ,জননিরাপপত্তা ও আইনশৃঙ্খলা ও শিক্ষা ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। বাজেটে ব্যয় ধরা হয়েছে ৬৭ কোটি ২২ লক্ষ ৭০ হাজার ৭ শত ৭৪ টাকা। উদ্ধৃত্ত দেখানো হয়েছে ৬ হাজার ১ শত ৮৯ টাকা।

0 comments:

Post a Comment