মোঃ জসিম উদ্দিন: দীর্ঘ ১৮ বছর একটি ভাড়াটে বাড়ীতে কার্যক্রম চালানোর পর নরসিংদী শহরের প্রথম ধর্মীয় মহিলা শিক্ষা প্রতিষ্ঠান ফাতেমাতুজ যাহ্রা (রাঃ) মহিলা মাদ্রাসা ও এতিমখানা স্থায়ী জমি বরাদ্দ পেয়েছে। নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মনজুর এলাহী মাদ্রাসাটির জন্য এ জমি বরাদ্দ দিয়েছেন। গত সোমবার দুপুরে মাদ্রাসা প্রেমিসে বার্ষিক শিক্ষা সমাপনী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ জমি বরাদ্দের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষনা করেন। তিনি বলেন, দেশে ইসলাম তথা ইসলামী শাসন ব্যবস্থা চালু করতে হলে সর্বাগ্রে মায়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। মায়েরা ইসলামী শিক্ষায় শিক্ষিত ও দীক্ষিত হলে গোটা সমাজ ব্যবস্থার চেহারাই পাল্টে যাবে। তিনি বলেন, ফাতেমাতুজ যাহ্রা (রাঃ) মহিলা মাদ্রাসা দীর্ঘ ১৮ বছর ধরে গরীব, অসহায়, এতিম মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে সমাজকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে আসছে। নতুবা এসব গরীব অসহায় এতিম মেয়েরা বিপথগামী হয়ে যাবার আশংকা ছিল। ফাতেমাতুজ যাহ্রা মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠার পর নরসিংদীতে অনেক মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এসব মাদ্রাসা প্রতিষ্ঠার কৃতিত্বও ফাতেমাতুজ যাহ্রা মাদ্রাসার। তিনি এই মাদ্রাসায় হেফজ বিভাগ চালুর জন্য প্রস্তাব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন ইরান, আবাবীল ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদুল হক ভূইয়া, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন মুকুল, খান ট্রাভেল্স’র মালিক মাওলানা মুনাঈম খান। মাদ্রাসার সভাপতি, বিশিষ্ট সাংবাদিক সরকার আদম আলীর সভাপতিত্বে বক্তৃতা করেন, মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক একেএম গোলাম কবির কামাল, মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুজিবুর রহমান, মাদ্রাসা শিক্ষক মাওলানা ইয়াহ হিয়া, মাওলানা আবু বকর, মাদ্রাসার ৯ম শ্রেণীর এতিম ছাত্রী আফরুজা খাতুন ও ৮ম শ্রেণীর ছাত্রী তাহসিনা আক্তার। উপস্থিত ছিলেন, মাদ্রাসা কমিটির সহ-সভাপতি আব্দুল হাই শিশু মোল্লা, মাদ্রাসার অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ লিয়াকত, যুগ্ম-সম্পাদক মাওলানা ইমদাদুল্লাহ, কামরুল হক খোকন, লুৎফর রহমান আঙ্গুর প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতা কালে উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী মাদ্রাসাটিতে একটি স্থায়ী ভিত্তির উপর দাড় করানোর জন্য ব্রাহ্মন্দী শিক্ষা চত্ত্বরের পূর্ব পাশে প্রায় এক বিঘা জমি দান করেন।
প্রধান অতিথির বক্তৃতা কালে উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী মাদ্রাসাটিতে একটি স্থায়ী ভিত্তির উপর দাড় করানোর জন্য ব্রাহ্মন্দী শিক্ষা চত্ত্বরের পূর্ব পাশে প্রায় এক বিঘা জমি দান করেন।
0 comments:
Post a Comment