07:12
0
শিবপুর প্রতিনিধি : শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের নব-নির্মীত ভূমি কার্যলয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অনষ্ঠানে বিদায়ী ইউএনও মনিরা বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিস উদ্বোধন করেন। এ উপলক্ষে ইউনিয়ন ভূমি অফিসের উদ্যোগে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গড়বাড়ী কাচারী মাঠে অনুষ্ঠানে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোবাশ্বের হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন নব-নিযুক্ত ইউএনও আশরাফুল ইসলাম আফসার, সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম, শিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ইউপি সদস্য চান মিয়া, তহসিলদার ইসমাঈল হোসেন প্রমুখ।

0 comments:

Post a Comment