07:26
0

শান্ত বনিক : নরসিংদী পৌর সভার জনপ্রিয় জননন্দিত মেয়র কামরুজ্জামান কামরুল বলেছেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই একজন সাংবাদিককে প্রশংসিত করে তুলে। শহীদ জনবন্ধু পৌর মেয়র লোকমান হোসেন হত্যা কান্ডের পর বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে নরসিংদীর সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন। তিনি গত মঙ্গলবার রাতে নরসিংদী পৌর মেয়রের সম্মেলন সভাকক্ষে  নরসিংদী পুজা উদযাপন কমিটি কর্তৃক নরসিংদী প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সংবর্ধনা প্রদান  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশিষ্ট শিক্ষাবিদ জেলা পূজাউদযাপন কমিটির সভাপতি বাবু রঞ্জিত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পূজা উদযাপন কমিটির বিপ্লবী সাধারন সম্পাদক বাবু দিপক কুমার সাহা, বক্তব্য রাখেন, বাবু বিমান বিহারী সাহা, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি আবুল ফায়েজ, সাধারণ সম্পাদক মাখন দাস, কোষাধ্যক্ষ শফিকুল মোহাম্মদ মানিক, বাবু অখিল দত্ত, পৌর কাউন্সিলর বাবু অনীল চন্দ্র ঘোষ, বাবু তারপেদ সাহা ভূষণ ধমীয় ব্যক্তিধ বাবু প্রল্লাদ চন্দ্র দাস, বাবু দিপক দত্ত, জিতেন্দ্র চন্দ্র বর্মন, সাংবাদিক বেনজীর আহমেদ বেনু, মহিলা কাউন্সিলর ইয়াছমিন বেগম, ডা. সুদর্শন বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাবু তপন আচার্য্য। পৌর মেয়র আরো বলেন, সাংবাদিকরা ইপারে কেবল সমাজের অনাচার, অত্যাচার দিক তুলে ধরেন। সংবাদ কর্মীদের মাধ্যমেই আমরা খবরাখবর জানতে পারি। তিনি হলুদ সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে সাংবাদিকদের প্রতি উদার্থ আহবান জানান। অনুষ্ঠানের সভাপতি বাবু রঞ্জিত কুমার সাহা তাদের সম্প্রদায়ের অর্থাৎ সংখ্যালঘুদের উপর বিভিন্ন সময় বিভিন্ন গোষ্ঠি ও স্বার্থাস্বেষী মহলের বর্বর হামলা, নির্যাতনের কথা তুলে ধরেন। তিনি এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে নব-নির্বাচিত কমটির সদস্যদের ক্রেস্ট প্রদান এবং বাঙ্গালী জাতীর ঐতিহ্য লুঙ্গী ও গামছা উপহার দেয়া হয়।


0 comments:

Post a Comment