07:20
0
এম.এ.সালাম রানা : নরসিংদীতে সপ্তাহব্যাপী সারাদেশের ন্যায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০১৪ পালিত হয়েছে। ১৯-২৫ জুন পর্যন্ত বিভিন্ন গণসতেচনতা সৃষ্টিতে সহায়ক কর্মসূচীর মধ্যদিয়ে এ সপ্তাহ পালিত হয়েছে। নরসিংদীর জেলা প্রশাসক মো: ওবায়দুল আজম আনুষ্ঠানিক ভাবে নরসিংদী পলিটেকনিক ইন্সটিটিউট মিলনয়াতনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ও সমাপ্ত করেন। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্পর্কে জনসচেতনা বৃদ্ধির মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি, উদ্যোক্তা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান, দেশ থেকে ক্ষুধা ও দারিদ্র দূরীভুতকরণ, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণসহ ভীশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় এ সপ্তাহ উদযাপনে নরসিংদীতে সপ্তাহটি পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল, সাংবাদিক সম্মেলন, র‌্যালী, সেমিনার, আলোচনা সভা, অবহিতকরণ, মোটর শোভাযাত্রা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্পর্কিত লিফলেট বিতরণ, পুরস্কার বিতরণ শেষে সমাপণী অনুষ্ঠানের মধ্যদিয়ে সফলকর্মসূচী পালিত হয়। সমাপণী অনুষ্ঠানে নরসিংদী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাম্মৎ সুরাইয়া বেগম, নরসিংদী পলিটেকনিক ইন্সটিটিউর শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন। নরসিংদী পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ সুশীল কুমার পালের সভাপত্বিতে সমাপনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ সংবাদ সংস্থার নরসিংদী জেলা প্রতিনিধি মোঃ  আবু তাহের, নরসিংদী পলিটেকনিক একাডেমীর পরিচালক ও শিক্ষা সপ্তাহের সদস্য সচিব এ কে এম শহিদুল ইসলাম, নরসিংদী পলিটেকনিক ইন্সটিটিউটের চীফ ইন্সট্রাক্টর মাহবুবুর রহমান ও কম্পিউটার বিভাগের প্রধান শাকিলা রহমান প্রমূখ।

0 comments:

Post a Comment