রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা নব-নির্বাচিত নরসিংদী সদর উপজেলা কমান্ডার মোঃ তাজুল ইসলাম কিডনী রোগী আক্রান্ত হয়ে গত সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। “ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন”। তার বয়স হয়েছিল ৬৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। নরসিংদী সদর উপজেলার চৌয়ালা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম ১৯৭১ সনে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সক্রিয়ভাবে যুদ্ধ করেছিলেন। বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ভূইয়া জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম ডায়াবেটিক রোগী ভোগছিলেন। দুই বছর পূর্বে তার কিডনীতে সমস্যা দেখা দেয়। গত ৪ জুন অনুষ্ঠিত জেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন চলাকালে তাজুল ইসলাম হাসপাতালে ভর্তি ছিলেন। কোন নির্বাচনী প্রচারনা ছাড়াই তিনি এবছর উপজেলা কমান্ডার নির্বাচিত হয়েছেন। গত বছরও তিনি সদর উপজেলা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। গতকাল মঙ্গলবার নরসিংদীর স্বাধীনতা চত্বরে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে নরসিংদী জেলা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, ডেপুটি কমান্ডার পবিত্র রঞ্জন দাস মহাদেব গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
Home
»
»Unlabelled
» সদ্য নির্বাচিত নরসিংদী সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের মৃত্যু রাষ্ট্রিয় মর্যাদায় দাফন
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment