রিপোর্টার : নরসিংদী পৌরসভার মেয়র এর উদ্যোগে নরসিংদীতে দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামীলীগের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর এক বর্ণাঢ্য র্যালী পৌরসভার সমুখ চত্বর থেকে বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ অফিসের সামনে এসে শেষ হয়।
র্যালী ও আলোচনা শেষে পার্টি অফিসে কেক কেটে ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মেয়র ও কেন্দ্রীয় যুবলীগ নেতা কামরুজ্জামান কামরুল বলেছেন, নরসিংদী জেলা আওয়ামী লীগে ঘাপটি মেরে লুকায়িত আল বদর, রাজাকারদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
মেয়র কামরুল আরো বলেন, জেলা আওয়ামীলীগের কথিত নেতারা স্ব-স্ব পদে বহাল থেকে দলীয় ভাবমুর্তি বিনষ্ট করছে। দীর্ঘ প্রায় এক যুগ পার হলেও জেলা কমিটি গঠিত হয়নি। দলের ভিতর ঘাপটি মেরে থাকা আলবদর রাজাকারদের যে কোন মূল্যে সনাক্ত করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক আলহাজ্ব আবদুল মতিন ভূইয়া, সাবেক কাউন্সিলর পীরজাদা মোহাম্মদ আলী, আমজাদ হোসেন বাচ্চু, যুবলীগ নেতা কায়কোবাদ হোসেন কানু, ছাত্রলীগ নেতা ভিপি শামীম নেওয়াজ, এড. মোঃ আশাদ আলী, জামান, মতিউর রহমান, সরকার মবিন, ফজলুল হক লিটন. এড. মোশারফ হোসেন, মোঃ নাজিম উদ্দিন।
প্রধান অতিথি আলহাজ্ব আঃ মতিন ভূইয়া বলেন, মাননীয় পানিসম্পদ প্রতিমন্ত্রী লেঃ কর্ণেল (অব:) নজরুল ইসলাম হিরু বীর প্রতিকের উৎসাহ উদ্দীপনায় আজ আমরা দলের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পেরেছি। প্রতিষ্ঠা বার্ষিকীর শান্তিপূর্ণ সফল অনুষ্ঠান সম্পন্ন করায় তিনি পৌর মেয়র কামরুজ্জামান কামরুলকে ধন্যবাদ জানান।
0 comments:
Post a Comment