মনোহরদীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে স্যানিটেশন কর্মশালা অনুষ্ঠিত
মো. জসিম উদ্দিন: কমিউনিটি এবং প্রাথমিক বিদ্যালয়ে স্যানিটেশন, হাইজিন প্রমোশন ও সামাজিক সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা মনোহরদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গত বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নরসিংদী জেলা আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মনোহরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম খান (বীরু)। কর্মশালায় সভাপতিত্ব ও উদ্বোধন করেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শহিদ উল্লাহ। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন ও টেকনিক্যাল সেশনে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নরসিংদীর নির্বাহী প্রকৌশলী বশির আহম্মেদ। টেকনিক্যাল সেশনে মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল আলম, জাতীয় স্যানিটেশন প্রকল্প (৩য় পর্ব) ঢাকার সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ বাবুল আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নরসিংদীর আবুল মনজুর। কর্মশালায় অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ইমাম, সাংবাদিক ও মেকানিক।
0 comments:
Post a Comment