স্টাফ রিপোর্টার: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশের ন্যায় নরসিংদীতে বিশ্ব দুগ্ধ দিবস-২০১৭ পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘দুধ পানের অভ্যাস গড়ি পুষ্টি চাহিদা পূরণ করি’। বৃহস্পতিবার সকালে জেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা পশুসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উক্ত কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো আব্দুস সালাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তাপস কান্তি দত্ত, জেলা ভেটেনারি সার্জন ডা. বলরাম কুমার রায়, সদর উপজেলা ভেটেনারি সার্জন ডা. মিঠুন সরকার। পলাশ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. শাহজাহানের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খামারী নজরুল ইসলাম ও আতাউর রহমান।


0 comments:

Post a Comment