হলধর দাস: প্রতিবারের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান মাসে অতিদরিদ্র ও এতিমদের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেছেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান বশিরুল ইসলাম বশির।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, তৈল, চিনি, সেমাইসহ বিভিন্ন খাদ্যদ্রব্য। বস্ত্রের মধ্যে রয়েছে শাড়ী, লুঙ্গী। এছাড়াও নগদ টাকা। গতকাল  শুক্রবার বিকেলে শিবপুর উপজেলার কামারটেক এলাকায় তার নিজ বাড়িতে আনুষ্ঠানিক ভাবে এসব দ্রব্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ করেন। অনুষ্ঠানে আশপাশের ছোটাবন্দ, কাজিয়াল, মরজাল, লালখারটেক, কামারটেক, চৈতন্যা, নৌকাঘাটা, শরিফপুর, যোশর, গাবতলী, উত্তরপাড়াসহ বিভিন্ন এলাকার শতশত নারী-পুরুষ এসব খাদ্যদ্রব্য, বস্ত্র ও নগদ টাকা গ্রহণ করতে তার বাড়িতে ভীড় করে। এ সময় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সূর্য্যকান্ত দাস, সদস্য হলধর দাস, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, রোটারিয়ান কবির হোসেন, বশিরুল ইসলামের মাতা হাজেরা বেগম, মিসেস বিলকিস ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

0 comments:

Post a Comment