স্টাফ রিপোর্টার: শিবপুর উপজেলার কামারটেক এলাকায় গতকাল শুক্রবার মাদক বিরোধী জনসচেতনতা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সূর্য্যকান্ত দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রোটারিয়ান বশিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসচেতনতা সভায় প্রধান অতিথি ছিলেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সৈয়দুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা শিবপুর থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন প্রধান ও যশোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল আহম্দে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রোটারিয়ান কবির হোসেন, জাকির মাস্টার প্রমুখ। প্রধান অতিথির ভাষণে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সারা দেশে ইয়াবার ছড়াছড়ি বিস্তার লাভ করছে। যুব সমাজে এর বিস্তার বেশি। আপনারা আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন। তারা যেন এদিকে আসক্ত না হয়। কারণ, যারা একবার তা গ্রহণকরে। তারা খারাপ হয়ে যায়।
রোটারিয়ান বশিরুল ইসলাম বলেন, যারা মাদক ব্যবসা করেন তারা এসব ছেড়ে দিয়ে আত্মসমর্পণ করুন। আমরা আপনাকে পুনর্বাসনে সার্বিক সহযোগিতা করবো। এমনকি মামলা মোকদ্দমা থাকলে তা থেকেও অব্যাহতি দেয়ার ব্যবস্থা করবো। শেষে দোয়া ও ইফতার মাহফিল্ অনুষ্ঠিত হয়।
Home
»
»Unlabelled
» শিবপুরে মাদক বিরোধী জনসচেতনতা সভা অনুষ্ঠিত
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment