স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের ভৈরবে ফার্মেসি কর্মচারী রতন ভৌমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পৌর এলাকার চন্ডিবের গ্রামের নিরাময় ফার্মেসিতে গত বুধবার রাতে তার মৃত্যু হয়। তার বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার গজালিয়া গ্রামে বলে জানা গেছে। সে ওই ফার্মেসিতে চাকরি করত এবং পরিবার নিয়ে ভৈরবেই ভাড়া থাকত। রতন ভৌমিক বুধবার প্রতিদিনের মত রাতে ডিউটি করে ফার্মেসিতেই একা ঘুমিয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে চেম্বারের ডা. দিদারুল আলম ফার্মেসিতে এসে দোকান বন্ধ দেখে তাকে ডাক দেয়। বারবার ডাক দিলেও কোন সাড়া না পাওয়াই ফার্মেসি মালিক শফিকুল ইসলামকে খবর দেয়া হয়। এরপর ফার্মেসি মালিক আবারও ডাকাডাকি করে সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দোকানের সার্টার ভেঙে দেখতে পায় রতন ভৌমিক মারা গেছে। এ সময় তার নাক মুখে রক্ত দেখা যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ধারণা, সে হৃদরোগে আক্রান্ত হয়ে বা অন্য কোন রোগে বুধবার রাতের কোন এক সময় মারা গেছে। পরে লাশ ভৈরব থানায় নিয়ে যায় পুলিশ। বৃহস্পতিবার তার লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে পাঠানো হয়। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে বলে জানায় পুলিশ।

0 comments:

Post a Comment