রায়পুরার শ্রীনগর ইউপি’র বাজেট ঘোষণা
স্টাফ রিপোর্টার: রায়পুরা উপজেলার চরাঞ্চলীয় এলাকা শ্রীনগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর উপস্থিতিতে শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান (আমান) ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেট আনুষ্ঠানিক পর্যায়ে উপস্থাপন করেছেন। সম্প্রতি শ্রীনগর ইউনিয়ন পরিষদের সচিব যাদব চন্দ্র বিশ্বাস’র সঞ্চালনায় একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান (আমান) বাজেট ঘোষণায় রাজস্ব খাতে ১৯ লক্ষ ৪ শত ৫ টাকা, উন্নয়ন খাতে ১ কোটি ৮৩ লক্ষ ৩০ হাজার টাকাসহ সর্বমোট আয় হিসেবে ২ কোটি ২ লক্ষ ৩০ হাজার ৯ শত ৪২ টাকা উপস্থাপন করেন। অপরদিকে রাজস্বখাতে ১৩ লক্ষ ৮১ হাজার ৫ টাকা ব্যয় এবং ১ কোটি ৮৬ লক্ষ ৫ হাজার ১ শত ৩৭ টাকা উন্নয়ন খাতে ব্যয়সহ ১ কোটি ৯৯ লক্ষ ৮৭ হাজার ৪ শত ২১ টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। উপস্থাপিত আর্থিক বাজেটে ২ লক্ষ ৪৪ হাজার ৮ শত টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট অনুষ্ঠান শ্রীনগর ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন।
0 comments:
Post a Comment