অ্যানেক্স ভবনের সামনে গ্রিক মুর্তিটি পূণ:স্থাপনের প্রতিবাদে নরসিংদীতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার: অ্যানেক্স ভবনের সামনে গ্রিক মুর্তিটি পূণ:স্থাপনের প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন গতকাল শুক্রবার বাদ জুমা শহরে বিক্ষোভ প্রদর্শন করেছে।
বিক্ষোভে নেতৃত্ব দিয়েছে ইসলামী আন্দোলন, নরসিংদীর সভাপতি মাওলানা আব্দুল বারী। পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী ইসলামী ছাত্র আন্দোলনের শতশত নেতাকর্র্মী নরসিংদী পৌরসভা চত্বরে সমাবেত হয়। সেখান থেকে বিক্ষোভে সংগঠিত হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে নরসিংদী রেলওয়ে চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেখানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মাওলান আব্দুল বারী, ডা. মোঃ ইদ্রিস মিয়া, এইচএম জয়নাল আবেদীন ভূইয়া, মোবারক হোসেন, আশরাফুল ইসলাম, মেহেদী আল হাসান, রফিকুল ইসলাম, মোস্তফা কামাল প্রমুখ। বক্তাগণ বলেন, দেশের ধর্মপ্রাণ মুসলমানদের দাবী ছিল মুর্তি অপসারণ। সুপ্রিম কোর্টের সম্মুখ থেকে মূর্তি অপসারণের দাবী জানিয়েছিল দেশের মানুষ। প্রধানমন্ত্রী মুর্তিটি সরিয়ে নেয়ার পক্ষে বক্তব্য দিয়েছেন। দেশের মানুষ আশ্বস্ত হয়েছিল। কিন্তু মূর্তিটি পূণরায় অ্যানেক্স ভবনের সামনে স্থাপন করায় আমরা এর প্রতিবাদ করছি।
0 comments:
Post a Comment