টিকিটের অতিরিক্ত মূল্য বুকিং সহকারীকে অব্যাহতি
গ্রামীণ দর্পণ ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরববাজার রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিটে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগে এক বুকিং সহকারীকে অব্যাহতি দেয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমদের ভ্রাম্যমাণ আদালত বুধবার দুপুরে স্টেশন মাস্টার অমৃত লাল দাসকে এই নির্দেশ দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভৈরব বাজার রেলওয়ে স্টেশনে যাত্রীদের কাছ থেকে টিকিটের অতিরিক্ত মূল্য গ্রহণসহ টিকিট কালোবাজারির সঙ্গে বেশ কয়েকটি চক্র সক্রিয় রয়েছে। এতে যাত্রীরা নাজেহাল হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে আজ দুপুর ১২টার দিকে ভৈরব থানা ও রেলওয়ে পুলিশের সহায়তায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভৈরব স্টেশনের টিকিট কাউন্টারে কর্মরত বুকিং সহকারী ফয়সল আলমকে টিকিটের অতিরিক্ত মূল্যসহ হাতেনাতে আটক করে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতে ফয়সল আলম তার দোষ স্বীকার করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে তাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে স্টেশন মাস্টারকে নির্দেশ দেন। পরে স্টেশন মাস্টার তাকে অব্যাহতি দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা আহমেদ জানান, ভৈরব বাজার রেলওয়ে জংশনের ট্রেনযাত্রীদের টিকিট বিষয়ক হয়রানি বন্ধে প্রশাসন এখন থেকে গোপনে তদারকি করবে। যারা এর সঙ্গে জড়িত থাকবে, তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।
0 comments:
Post a Comment