স্টাফ রিপোর্টার: পতিত জমিতে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে গাজীপুরের কাপাসিয়ায় এক বাকপ্রতিবন্ধীকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন। এছাড়াও  তার বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে বলে প্রতিবন্ধীর পরিবার অভিযোগ করেছে। আহত ওই বাকপ্রতিবন্ধীর নাম বাসাদ (২২)। এ সময় প্রতিবন্ধীর ফুফু সামসুন্নাহারকে (৩৫) পিটিয়ে আহত করে তারা। আহত অবস্থায় প্রতিবন্ধী বাসাদ ও তার ফুফু সামসুন্নাহারকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সম্প্রতি কাপাসিয়া উপজেলার খিরাটি গ্রামে। এ ব্যাপারে কাপাসিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।


0 comments:

Post a Comment