স্টাফ রিপোর্টার: নরসিংদীর শিবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উদপাদন বৃদ্ধি (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ঘাসিরদিয়া উত্তর সিআইজি ফসল সমবায় সমিতিকে ভাড়ায় যন্ত্র সেবা প্রতিষ্ঠা কার্যক্রমের জন্য ১টি কম্বাইন হারভেস্টার ও ১টি রিপার যন্ত্র আজ বৃহস্পতিবার প্রদান করা হয়। উপজেলা কৃষি অফিসার নাজমুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শীলু রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসিল্যন্ড মোস্তফা মনোয়ার, উপজেলা সমাজ সেবা অফিসার মাহমুদুর রহমান, আইয়ুবপুর ইউপি চেয়ারম্যান ও সিআইজি সভাপতি মজিবুর রহমান, পুটিয়া ইউপি চেয়ারম্যান খন্দকার এলিছ আহমেদসহ উপ-সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ।


0 comments:

Post a Comment