রবিবার বৈঠকে বসছে চাঁদ দেখা কমিটি
গ্রামীণ দর্পণ ডেস্ক: আসন্ন ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামী ২৫ জুন সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য রবিবার কমিটির সভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ জুন রবিবার সন্ধ্যা সোয়া সাতটায় ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে। সভায় ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমানসহ অন্য সদস্যরা উপস্থিত থাকবেন।
ওইদিন চাঁদ দেখা গেলে ২৬ জুন ঈদুল ফিতর উদযাপন করবেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলামানরা। আর চাঁদ দেখা না গেলে ঈদ একদিন পিছিয়ে যাবে।
বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
Blackjack – Casino - DrmCD
ReplyDeleteThe classic 남원 출장안마 Blackjack 여주 출장안마 game you played in the 인천광역 출장마사지 20th century is now live! Play against thousands of people, and 시흥 출장샵 get free coins every minute! Rating: 4 · 청주 출장안마 7 reviews