স্টাফ রিপোর্টার: নরসিংদীর শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ও যায়যায়দিন (জেজেডি) ফ্রেন্ডস ফোরাম শিবপুর উপজেলা শাখার সহযোগিতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বৃহস্পতিবার অনাথ দুস্থ শিশুদের মাঝে নগদ অনুদান বিতরণ করা হয়।
স্কুল ক্যাম্পাসে অনুদান বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেজেডি ফ্রেন্ডস ফোরাম শিবপুর উপজেলা শাখার সভাপতি নুর উদ্দিন মো. আলমগীর। যুব রেড ক্রিসেন্ট দলনেতা ১০ শ্রেণির ছাত্রী ফাহমিনা ইসলাম মুনার পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিনের শিবপুর উপজেলা প্রতিনিধি আরিফুল হাসান, স্কুলের শিক্ষক জামাল উদ্দিন, নুর উদ্দিন মো. জাহাঙ্গীর, রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক নার্গিস সুলতানা, যুব রেড ক্রিসেন্টের সহকারি দলনেতা ফারাহ দিবা মিম প্রমুখ। অনুষ্ঠানে ২২ জন অনাথ দু:স্থ শিশুর মাঝে নগদ ৫০০ টাকা করে মোট ২২ হাজার টাকা বিতরণ করা হয়।

0 comments:

Post a Comment