স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শিবপুরের কারারচরে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কারারচর গ্রামে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্থানীয় ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
ফ্রেন্ডস ক্লাবের উদ্যোক্তা আল-আমিনের সঙ্গে কথা বলে জানা যায় তারা নিজস্ব ও ফেইসবুক বন্ধুদের মাধ্যমে টাকা সংগ্রহ করে গরীব দু:স্থ মানুষদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করেন। শুধু কারারচরে নয়, এসব ঈদ সামগ্রী তারা উপজেলার শ্রীনগর, চিনিশপুর, শীলমান্দী ও হাজীপুরসহ বেশ কয়েকটি ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে বিতরণ করবে।


0 comments:

Post a Comment