ঈদকে সামনে রেখে পলাশে পুলিশের অভিযানে ৩ মাদক ব্যাবসায়ি আটক
পলাশ প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে পলাশ থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৬০ পিস ইয়াবা ও প্রায় ২০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যাবসায়িকে আটক করেছে পলাশ থানা পুলিশ।
বুধবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন, পলাশ উপজেলার ঘোড়াশাল উওর চরপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে, মো. নাঈম (২২) কে ৪৫ পিস ইয়াবা ও জয়নগর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৪৫)কে ১৫ পিস ইয়াবা এবং ব্রাহ্মণবাড়িয়া সদরের মৃত আলমগীর মিয়ার ছেলে, মো. রুবেল মিয়া (২২) কে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করে পলাশ থানা পুলিশ।
এ ব্যাপারে পলাশ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আটককৃত ৩ জনের বিরুদ্ধে মাদক আইনের ১৯ (১)এর ৯ (ক) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাশ থানায় মামলা হয়েছে। তিনি জানান, আমি পলাশে যতদিন আছি কোন মাদক ব্যবসায়ি পলাশে মাদক বিক্রি করতে পারবে না। পলাশকে মাদকমুক্ত করতে আমি পলাশের সচেতন ব্যক্তিদের প্রতিনিয়ত সহযোগিতা চাই। তবে ঈদকে সামনে রেখে মাদক ব্যবসায়িরা যাতে পলাশে উপজেলায় মাদকের যোগান দিতে না পারে সেই লক্ষ্যে প্রতিদিনই আমাদের বিশেষ টিম মাঠে কাজ করছে।
0 comments:
Post a Comment