পলাশ প্রতিনিধি: পলাশের গজারিয়া ইউনিয়নের ধনারচর গ্রামের ওসমান মিয়ার পুত্র শাকিল (৩২) গতকাল বুধবার রাত আনুমানিক ১২টার দিকে আয়রনের তার দিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবী করছে তার পরিবার। পারিবারিক সূত্রে জানা যায় তার স্ত্রী ও শ্বশুর বাড়ির সাথে বনিবনা না হওয়ার কলহের জের ধরে সে আত্মহত্যা করে থাকতে পারে। ঘটনার সময় তার স্ত্রী শ্বশুর বাড়ি ছিল বলে জানা যায়। তার ৮ মাসের একটি পুত্র সন্তান রয়েছে। সূত্রে আরও জানা যায় এ সমস্ত কলহ নিয়ে তার স্ত্রী কোর্টে একটি মামলা দায়ের করেছে।
এ ব্যপারে পলাশ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ লাশের সুরতহাল রিপোর্টসহ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী হাসপাতালে মর্গে প্রেরণ করে।

0 comments:

Post a Comment