নরসিংদীর স্ট্যান্ডার্ড কলেজে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা রোজা মানুষের মনো-দৈহিক পরিশুদ্ধির এক বৈজ্ঞানিক ব্যবস্থা -সরকার আদম আলী
মো. জসিম উদ্দিন: স্ট্যান্ডার্ড কলেজ গত ৩ জুন কলেজ অডিটরিয়ামে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সরকার আদম আলী।
প্রধান অতিথির বক্তৃতায় সরকার আদম আলী বলেন, মানুষের মনো-দৈহিক পরিশুদ্ধির জন্য সিয়াম বা রাজা আল্লাহ প্রদত্ত এক বৈজ্ঞানিক ব্যবস্থা। এক মাস সিয়াম সাধনার ফলে মানুষ তার মনের দিক থেকে যতটা আত্মীক প্রশান্তি লাভ করে, ঠিক ততটাই দেহের অঙ্গ প্রত্যঙ্গও ঠিক ততটাই পরিশুদ্ধি লাভ করে। এ থেকেই মানুষ তাকওয়া অর্জনে সক্ষম হয়। শরীরত্ববিদদের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, রোজা এবং উপবাস এক কথা নয়। রোজা রাখার মধ্যে সময় সীমা রয়েছে। ভোর রাতের সেহেরী থেকে পরদিন সুর্যাস্ত পর্যন্ত সময় সীমার মধ্যে রোজা রাখলে শরীরের কোন ক্ষতি সাধিত হয় না। সেহরীর খাবার দুপুর ১২টা পর্যন্ত রক্তে সুগার সরবরাহ করে। এরপর থেকে সন্ধ্যা পর্যন্ত শরীরে বিদ্যমান জমা চর্বি থেকে রক্ত সুগার শুষে নেয়। এর বেশি সময় না খেয়ে থাকলে শরীরের কোষকলা ড্যামেজ বা ক্ষতিগ্রস্থ হবার আশঙ্কা থাকে। আর এই কোষকলা ড্যামেজিং হতে পারে শরীরের জন্য মারাত্মক। এ ক্ষেত্রে রোজা বা সিয়াম মানুষের দেহ-মনকে এক বছরের জন্য রেন্যুভেটেড বা নবায়ন করে দেয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ফরিদ উদ্দিন মুরাদ, দৈনিক খোঁজখবরের সম্পাদক মনজিল এ মিল্লাত, নরসিংদী প্রাইম কলেজের অধ্যক্ষ মো. শরীফুজ্জামান, যুগান্তর স্বজন সমাবেশ নরসিংদীর সাধারণ সম্পাদক ছগীর আহমেদ, সানশাইন মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আলাউদ্দিন সরকার, বিশিষ্ট সমাজ সেবক আবু তাহের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্ট্যান্ডার্ড কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম তুহিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবধারা ও থ্রি ফিঙ্গার এর প্রতিষ্ঠাতা মোতাহার হোসেন অনিক। উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড কলেজ ও বিভিন্ন কলেজের পরিচালক, শিক্ষকগণ।
0 comments:
Post a Comment