আমিনুল হক: বেলাবতে কোহিনুর নামে ১৯ পিস ইয়াবাসহ এক মহিলা মাদক ব্যবসায়িকে আটক করেছে বেলাব থানা পুলিশ।
সোমবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই. শফিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কোহিনুরের নিজ বাড়িতে মাদক ক্রয় বিক্রয়ের সময় তাকে হাতে নাতে  গ্রেফতার করে। বেলাব থানার ওসি বদরুল আলম খান জানান, কোহিনুর উপজেলার বাজনাব মধ্যপাড়ার হুমায়ুন কবিরের স্ত্রী। সে দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা করে আসছিল। গত সোমবার রাতে এস.আই শফিউল ইসলাম তাকে হাতে নাতে গ্রেফতার করে এবং তার বেডরুমের বিছানার নীচ থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে। মামলার বাদী এস.আই শফিউল ইসলাম জানান, এ ব্যাপারে বেলাব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


0 comments:

Post a Comment