স্টাফ রিপোর্টার: নরসিংদীর পলাশ উপজেলার নরসিংহারচর গ্রামের মো. ওসমান গনির বিরুদ্ধে স্ত্রী সেলিনা বেগমকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে বিগত ১৯৯৬ সালে নির্যাতিতা সেলিনা বেগম প্রবাসে থাকাবস্থায় একই এলাকায় ৮ শতাংশ জমি ক্রয় করে। পরবর্তীতে সেলিনা বেগম দেশে ফিরে এসে নরসিংহাচর গ্রামের মো. ওসমান গনির সাথে ইসলামী শরাশরীয়তে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বেশ সুখেই কাটছিল সেলিনার সংসার জীবন কিন্তু বিধি হলো বাম। সেলিনার স্বামী ওসমান গনি যখন জানতে পারে তার স্ত্রী কখনো মা হবে না। তখনই নেমে আসে সেলিনার সংসারে অমানিশার কালো ছাঁয়া। শুরু তার উপর শরীরিক নির্যাতন। শুধু নির্যাতনের ক্ষান্ত হয়নি পাষন্ড স্বামী। সেলিনার বিনা অনুমতিতে ওসমান গনি আরেকটি বিয়ে করে। পরে সেলিনা তার ক্রয়কৃত ৮ শতাংশ জমি বিক্রি করে দেয়। পরবর্তীতে সেলিনা একই এলাকায় আড়াই শতাংশ জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করে। সে বাড়িতে সেলিনা বসবাস করতো। পাষন্ড স্বামী ওসমান গনির লোলপ দৃষ্টি পড়ে সেলিনার বাড়ির প্রতি। প্রায়শই সেলিনাকে মারধোরসহ বিভিন্ন ভাবে নির্যাতন করতো ওসমান গনি। এরই সুবাধে ওসমান গনি তার স্ত্রী সেলিনার কাছ থেকে জোরপূর্বক ডিভোর্সে স্বাক্ষর নিয়ে নেয়। স্বাক্ষর নেয়ার পর শুরু হয় নতুন করে নির্যাতনের অধ্যায়। সেলিনাকে বাড়ি থেকে মারধোর করে বের করে দেয় ওসমান ও তার ভাড়াটে সন্ত্রাসী বাহিনী। এ সকল বিষয় নিয়ে সেলিনা বেগম নরসিংদী পুলিশ সুপার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। বর্তমানে অসহায় সেলিনা বেগম তার বাবার সংসারে দিনাতিপাত করছে বলে জানা গেছে।
Home
»
»Unlabelled
» পলাশে স্ত্রীকে নির্যাতনের পর ডিভোর্স অত:পর বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment