নরসিংদী তথ্য অফিসের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত জ্ঞান হচ্ছে উন্নয়নের হাতিয়ার -জেলা প্রশাসক, নরসিংদী
স্টাফ রিপোর্টার: ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বিভিন্ন ই-সেবা সম্পর্কে জনগণকে অবহিত ও উৎসাহিত করার লক্ষ্যে জেলার সকল ইউডিসি উদ্যোক্তাদের নিয়ে গতকাল বুধবার ১১ টায় নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নরসিংদী জেলা তথ্য অফিস ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করে। ওরিয়েন্টশন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর এডিএম মো. মোজাম্মেল হক। স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী জেলা সহকারী তথ্য অফিসার সানজীদা আমীন। উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদীর আইসিটি শিক্ষা প্রোগ্রামার জামিল আহম্মেদ ভূইয়া, বিএসএস’র নরসিংদী জেলা প্রতিনিধি মো. আবু তাহের প্রমুখ।
প্রধান অতিথি নরসিংদীর জেলা প্রশাসক বলেন, জ্ঞান হচ্ছে উন্নয়নের হাতিয়ার। জ্ঞান অর্জন ছাড়া কোন জাতি উন্নয়ন করতে পারে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া দিতে পারে আইটি শিক্ষা। তাহলে আমরা আর পিছিয়ে থাকবো না।
0 comments:
Post a Comment