শিবপুরে মাঠ দিবস
শিবপুর প্রতিনিধি: বাংলাদেশ কৃষিগবেষণা ইনস্টিটিউট নরসিংদীর শিবপুর আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রর আয়োজনে ও উদ্যানতাত্ত্বিক ফসলের গবেষণা জোরদারকরণ এবং চর এলাকায় উদ্যান ও মাঠ ফসলের প্রযুক্তি বিস্তার প্রকল্পের আওতায় করলা, চিচিঙ্গা ও ঝিঙ্গার মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
শিবপুর আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রর হলরুমে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রর পরিচালক ড. তপন কুমার পাল। শিবপুর আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. নাজিরুল ইসলামের সভাপতিত্বে ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মসিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল, নরসিংদী কৃষি সম্প্রসারণ অদিপ্তরের উপ-পরিচালক মো. লতাফত হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা এ.কে.এম. আরিফুল ইসলাম প্রমুখ। মাঠ দিবসে ৫০ জন কৃষক অংশগ্রহণ করে।
0 comments:
Post a Comment