নিবারন রায় : রায়পুরা উপজেলার বাশঁগাড়ী গ্রামের নিরীহ কৃষক তাজুল ইসলামের ঘরবাড়ী ভেঙ্গে এবং মালামাল লুট করে নিয়ে গেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের ভয়ে তাজুল ইসলাম তার বৃদ্ধ মা রোকেয়া বেগম এবং ছোট ভাই মফিজুল ইসলামকে নিয়ে বাড়ীঘর ছেড়ে মানবেতর জীবন যাপন করছে। পালিয়ে বেড়াচ্ছে এখানে সাখানে। অভিযোগে প্রকাশ, বাশগাড়ী গ্রামের কুখ্যাত মহরম আলী, নজরুল, নুরুল ইসলাম, হোসেন, আজিজুল, কাজল মিয়া, এলাকার নিরীহ লোকদের নিকট অযথা মোটা অংকের টাকা চাঁদা দাবী করে থাকে। যারা তাদের কথায় চাঁদা না দেয় তাদেরকে বিভিন্ন মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িয়ে হয়রানী করে থাকে। তারা এলাকার ভূমি দস্যু বলেও খ্যাত। নিরীহ লোকদের জায়গা জমি জোর পূর্বক দখল করে তারা ফায়দা লুটে থাকে। গ্রামের নিরীহ কৃষক তাজুল ইসলামের ঘর বাড়ী ভাংচুর এবং মালামাল লুট পাট করে তাকে বসত ভিটা থেকে একে বারে তারিয়ে দিয়েছে। এমনকি বাড়ীর গাছ-পালা পর্যন্ত তাদের হাত থেকে রক্ষা পায়নি। এ ব্যাপারে তাজুল ইসলাম এলাকার চেয়ারম্যান-মেম্বারদের কাছে অভিযোগ করেও কোন ফল না পেয়ে নরসিংদী পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে।
Home
»
»Unlabelled
» রায়পুরার নিরীহ কৃষক তাজুল ইসলাম সন্ত্রাসীদের ভয়ে গ্রাম ছেড়ে মা ও এক ভাইকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment