এম এ. সালাম রানা : নরসিংদীর চরাঞ্চলীয় এলাকা কালাইগুবিন্দপুরে স্বাস্থ্য সেবায় নিয়োজিত দাইঘর সেন্টারে ধাত্রী মাতা সম্মেলন ও কেন্দ্র পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সদর উপজেলার নজরপুর ইউনিয়নের চরাঞ্চলীয় কালাইগুবিন্দপুরে দাইঘর কেন্দ্রে ধাত্রী সম্মেলন এবং নির্বাচন সফল ভাবে অনুষ্ঠিত হয়। ম্যাটারনাল নিউর্বন এন্ড হেলথ কেয়ার (এমএনপিএইচ) প্রক্লপের আউতায় মা ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিত করনে বাস্তবায়না ধীন দাইঘর সেন্টারে অনুষ্ঠিত ধাত্রী মাতা সম্মেলন শেষে এক পরিচালনা কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য সেবা দান কেন্দ্র দাইঘর সুষ্টু ও সফল পরিচালনায় র্নিবাচিতরা হলেন, স্বপ্না বেগম (সভাপতি) কাজলী বেগম,সাধারন সম্পাদক ও আফিয়া বেগম,কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। কার্য্যনির্বাহী সদস্য পদে কিরন মালা বেগম ও ফরিদা বেগম নির্বাচিত হয়। অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্থবায়ন কারি সংস্থা মাদারস ডেভেলপমেন্ট সোসাইটি (এমডিএস)’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ফাহিমা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমডিএস‘র প্রোগ্রাম অফিসার মো: আরিফ হোসেন। স্থায়ী স্বাস্থ্য সেবা কেন্দ্র দাইঘর এর দায়ীত্বে নিয়োজিত তত্বাবধায়ক রেজিয়া বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, অভিজ্ঞ ধাত্রী মাতা রাসিদা বেগম, ফাতেমা বেগম,পরিবানু, বকুল বেগম, তাজমহল ও কিসমতআরা বেগম প্রমুখ। কানাডিয়ান সিডা ও উবিনীগ’র অর্থায়নে নরসিংদীর চরাঞ্চলীয় এলাকার মা ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিত করনে সরকারের সহযোগি হিসেবে স্থানীয় সেবা দানকারী সংগঠন এমডিএস ম্যাটারনাল নিউর্বন এন্ডচাইল্ড হেলথকেয়ার (এমএনপিএইচ) প্রকল্পটি অধিকতর গুরুত্বের সংঙ্গে বাস্থবায়ন করে আসছে। স্বা¯্য’্য সেবা কেন্দ্র দাইগর প্রতিষ্ঠায় ৫ ডিসিমাল জমি ট্রধান কারী এলাকার বিশিষ্ঠ জনপ্রতিনিধি শফিউজ্জামান বাবলু সহ ভিবিন্ন শ্রেণী ও পেশার নারী-পুরুষরা চরাঞ্চলে এধরণের স্বাস্থ্য সেবার জন্য দাইঘর প্রতিষ্ঠার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করে এলাকার মা ও শিশুদের সু-স্বাস্থ্যা রক্ষায় এ দাইঘর কার্যকর ভূমিকা পালন করে আসছে। দাইঘরের সেন্টার থেকে কর্মএলাকায় পসুতি ও দুগ¦দারী মায়েদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করনে পরার্মশ দান স্বাস্থ্য ঝুকি হ্রাসকরণ ও জম্ম-মৃত্যু নিবন্ধন করনে সহায়তা প্রদান, অধিক স্বাস্থ্য সেবা গ্রহনে সরকারী হাসপাতাল কিংবা ক্লিনিক সমূহে পরার্মশ গ্রহন,জটিল রোগীদের জুরুরি ভিওিতেত্ব সরকারী হাসপাতাল প্রেরণ,মা-ও শিশুদের ইপিআই এবং এনআইডি টিকা নিশ্চিত করন, মা-ও শিশু পুষ্টিহীনতা দূরীকরনে পরার্মশ দান, নয়াকৃষি পদ্ধতিতে ফসল ও খাদ্য উৎপাদনে উৎসাহিত করা, ঔষধী বৃক্ষের ফলন ও ব্যাবহার নিশ্চিত করা, টেকশই পরিবেশ রক্ষায় পরার্মশ দান, পরিকপ্লিত পরিবার গঠনে উদ্ভুদ্ধকরন, বাল্যবিবাহ,যৌতুক,তালাক,বহুবিবাহ সহ পারিবারিক সহিংসতা বন্ধে সভা সমাবেশ, কাউন্সেলিং এবং অভিবাকদের পরার্মশ দান, সরকারী সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে প্রয়োজনিয় পরার্মশ দান এবং সুন্দর ও সুখি পরিবার গঠনে এলাকা বাসীদের সহায়তা প্রদানে ভূমিকা রেখে যাচ্ছে।
Home
»
»Unlabelled
» নরসিংদীর চরাঞ্চলে ধাত্রীমাতা সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত স্বাস্থ্য সেবায় দাইঘর অগ্রণী ভূমিকা রাখছে
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment