সংবাদদাতা : বাংলাদেশের নারী উদ্দ্যোক্তা ও খাদ্যে নিরাপত্তায় অগ্রণী ভ’মিকা পালনের জন্য আন্তর্জাতিক “ ইসলামিক ডেভলাপমেন্ট ব্যাংক” আইডিবি এ্যওয়ার্ড পেয়েছেন নরসিংদীর কৃতি সন্তান কৃষাণি সেলিনা জাহান। সূত্রজানায়, বিশ্বের ৫৬ টি রাষ্ট্রের মধ্যে বাছাই করে দুইজন নারীকে এ আইডিবি এ্যওয়ার্ড প্রদান করেছে। একজন হলেন বাংলাদেশের কৃষাণি সেলিনা জাহান ও অন্যজন মরক্কো এক নারী উদ্্েযাক্তা। জানাযায়, গত ২০ জুন সৌদি এয়ারলাইন্স এ আইডিবি’র আমন্ত্রনে পদক গ্রহনের জন্য বাংলাদেশ ত্যাগ করেন নরসিংদীর কৃতি সন্তান কৃষানি সেলিনা জাহান। গত ২৫ জুন সৌদি আরবের জেদ্দায় হিলটন হোটেলে ৫৬ টি রাষ্ট্রের প্রধান ও প্রতিনিধিগন এর উপস্থিতিতে এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগদান করেন বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও মন্ত্রী পরিষদ সচিব মোশারফ হোসেন সহ ৩৫ জন। সৌদি আরবের জেদ্দায় আইডিবি এর প্রেসিডেন্ট ড. আহম্মদ মোহাম্মদ আলীর সভাপতিত্বে সৌদি বাদশাহ ইব্রাহীম আল আবদুল আজিজ এর কাছ থেকে আইডিবি এ্যাওয়ার্ড গ্রহন করেন বাংলাদেশের গর্ব নারী নক্ষত্র সেলিনা জাহান। সার্টিফিকেট ও এ্যওয়ার্ড গ্রহন সহ এ পদকের আর্থিক পুরস্কার হিসেবে ২৫ হাজার ইউএস ডলার যার দেশীয় মুদ্রায় প্রায় ২০ লক্ষ টাকা পেয়েছেন। এ সফর সঙ্গী হিসেবে তার স্বামী সংগঠনের উপদেষ্টা শাহজাহান মিয়া ও কনসালটেন্ট কে.এইচ করিম পিটু ছিলেন। পদক গ্রহন শেষে গত ২৭ জুন তিনি দেশে ফিরে এসেছেন। নরসিংদীর শিবপুর উপজেলার সৈকারচর গ্রামের কৃষাণি সেলিনা জাহান গ্রামীণ কৃষক দারিদ্র বিমোচন আত্মকল্যাণ সংস্থা’র নির্বাহী পরিচালক। সেলিনা জাহান একজন কৃষাণি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে বঙ্গবন্ধু কৃষি পদক, চ্যানেল আই কৃষি পদক ( এক লক্ষ টাকার প্রাইজ মানি), মহান স্বাধীনতা দিবস পদক ও বাংলাদেশ মহিলা পরিষদ পদক সহ বিভিন্ন সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট পেয়েছেন। তিনি ভার্মিকেচোঁ কম্পোষ্ট ও বিষমুক্ত সবজি উৎপাদন সহ বহু নারীকে কর্মক্ষম করে গড়ে তোলেছেন। তিনি সকলের দোয়া কামনা করেছেন।
Home
»
»Unlabelled
» বাংলাদেশের কৃষাণি সেলিনা জাহান আইডিবি পদক গ্রহন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছে
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment