স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’র নরসিংদী জেলার পলাশ উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা গত শনিবার সম্পন্ন হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত খেলায় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছিমা খানম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নরসিংদী-২ পলাশ থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা সুলতানা লাকি, জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী, গজারিয়া ইউপি চেয়ারম্যান মোঃ লাল মিয়া, চরসিন্দুর ইউপি চেয়ারম্যান বজলুল করিম পাঠান, ডাঙ্গা ইউপি চেয়ারম্যান সৈয়দ মোঃ ইকবাল হোসেন, থানা সদর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম। ফাইনাল খেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে চরসিন্দুর ইউনিয়নের চলনা বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ঘোড়াশাল পৌরসভার ভাগদী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অপর খেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপে জিনারদী ইউনিয়নের চরনগরদী সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে চরসিন্দুর ইউনিয়নের চলনা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। এসময় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম, ফাহমিদা মারজান আহম্মেদ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কুমুদ রঞ্জন দেবনাথ, সাধারন সম্পাদক সুলতান উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, আল-মোজাহিদ হোসেন তুষার প্রমূখ উপস্থিত ছিলেন। খেলায় ধারা বিবরনীর দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান রুবেল, শান্তনু কুমার পাল, কাজল রায় ও অঞ্জন পাল।
Home
»
»Unlabelled
» পলাশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাঃ বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment