06:55
0
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ রসায়ন সমিতির উদ্যোগে ষষ্ঠ বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড সম্পন্ন হয়েছে। এ বছর রসায়ন অলিম্পিয়াডে ঢাকা কলেজের ছাত্র কনক দাস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।  গত শুক্রবার কার্জন হল চত্বরে সমাপনী অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি অধ্যাপক ড. জসীম উদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য(প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, অধ্যাপক ড. মোঃ আবু বিন হাসান সুসান বক্তব্য রাখেন। উল্লেখ্য, প্রাথমিক পর্যায়ে সারাদেশের ৯ হাজার ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহন করে। চূড়ান্ত পর্যায়ে ২শ’জন ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশ নেয়। রসায়ন অলিম্পিয়াড চ্যাম্পিয়ন কনক দাস নরসিংদী প্রেসক্লাব নির্বাহী কমিটির সদস্য হলধর দাস ও নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেলেনা রানী দাসের পুত্র। কনক দাস ২০১২ সালে নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ পেয়ে উত্তীর্ণ হয়ে ঢাকা কলেজে ভর্তি হয় এবং এ বছর ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করে। সে সকলের আশীর্বাদপ্রার্থী।

0 comments:

Post a Comment