07:03
0
শান্ত বনিক : জগন্নাথ-বলদেব ও সুভদ্রা মহারানীর রথযাত্রা উপলক্ষে গতকাল রোববার নরসিংদীতে এক বিশাল রথযাত্রা মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন স্থান থেকে হিন্দু ধর্মালম্বীরা প্রথমে খন্ড খন্ডভাবে মিছিল নিয়ে নরসিংদীর এতিহ্যবাহী বাগবিতান ক্লাবের দুর্গামন্দিরে জমায়েত হয়। পরে সেখান থেকে বিশাল রথযাত্রা মিছিলটি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রায় ৮ কিলোমিটার দূরে পলাশ উপজেলার বরাব কুঞ্জ মেলায় গিয়ে শেষ হয়। রথযাত্রা মিছিলে নিতৃত্ব দেন ইসকন নরসিংদী জেলা শাখার সভাপতি প্রহ্লাদ দাস, সেবা সংর্ঘ দুর্গা মন্দিরের সভাপতি সরোজ কুমার সাহা, বাগবিতান ক্লাবের সভাপতি বিনয় সাহা, অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা, নরসিংদী শহর পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল কুমার সাহা, সাধারণ সম্পাদক দীলিপ সাহা, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাখন দাস, সাবেক সভাপতি নিবারণ রায়, বাবু বিনোদ সাহা, তারাপদ সাহা ভূষণ, শংকর সাহা প্রমুখ। ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শহরের এবং আশেপাশের এলাকা থেকে রথযাত্রায় হিন্দু নরনারী, শিশুরা অংশগ্রহন করে।

0 comments:

Post a Comment