স্টাফ রিপোর্টার : নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মন্জুর এলাহী ২৬শে জুন ক্লাব-৮৭ এর পক্ষ থেকে চর অঞ্চল সফরকালে সগরিয়া পাড়া, দিলারপুর, নজরপুর সফর করেন। সফরকালে দিলারপুর নতুন বাজারের বেদন ডাক্তারের ৮টি দোকানঘরসহ বসতবাড়ী গত ৯ই মার্চ আগুনে পুড়ে ভষ্মিভূত হয়। পরিদর্শনকালে সদর উপজেলা চেয়ারম্যান মন্জুর এলাহী আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ বেদন ডাক্তারের পরিবারকে শান্তনা দেন এবং কিছু ক্ষতিপূরণে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এরপর তিনি রোদ বৃষ্টিতে ভিজে পায়ে হেটে নজরপুর, সগরিয়া পাড়া গ্রামের সাধারন মানুষের খোঁজখবর নেন। সাধারন মানুষের সাথে দেখা করে ঘুরে এসে দুপুরে শেখ নূরজাহান মহিলা মাদ্রাসা ও এতিম খানায় উপস্থিত হন। সেখানে মধ্যাহ্ন ভোজ শেষে মাদ্রাসার শিক্ষক মন্ডলী ও মাদ্রাসার পরিচালকগণ সহ সেখানে আরো উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রিন্সিপাল মাও: আজিজুল হক, মুফতি রশিদ আহম্মেদ, মাওলানা জাইদুল হক, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি শেখ নজরুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন বাদল, মৌজাফ্ফর মাস্টার, নাসির উদ্দিন খান, আবুল কাশেম ভূঞা, মনিরুজ্জামান, গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ। কমিটির লোকজনের সাথে আলোচনাকালে তাদের দাবি আধা কিলোমিটার স্যুয়ারেজ ড্রেন ও এতিম ছাত্রীদের জন্য একটি টিউবওয়েল এর ব্যবস্থা করে দিবেন। এই দাবী জানায় মাদ্রাসা কমিটি পরে মন্জুর এলাহী খুবই অল্প সময়ের মধ্যে দাবীগুলো পূরণ করবেন বলে আশ্বাস করেন। নরসিংদী ফেরার পথে মরহুম প্রবীণ হোসেন ডাক্তার এর করব জিয়ারত করেন মন্জুর এলাহী। এই সময় সাথে ছিলেন ক্লাব-৮৭ এর সদস্যবৃন্দ, ডাক্তার জামাল, মঈনুর রহমান, নোমানুর রহমান, আব্দুল আল-শফিক, ইকবাল, মোজাম্মেল, এস. এম বেলাল, কামরুল, মনির, ছগির, বাছেদ, আসাদ প্রমুখ।
Home
»
»Unlabelled
» নরসিংদী ক্লাব-৮৭ এর পক্ষ থেকে সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মন্জুর এলাহীর চরাঞ্চল সফর
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment