23:02
0
রায়পুরা প্রতিনিধি: রায়পুরায় বোনের অপবাদ সইতে না পেরে ছোট বোন দরিদ্র শেফালির আত্মহত্যা করেছে। জানা গেছে রায়পুরা উপজেলার গজারিয়া কান্দি গ্রামের ভিটা-বাড়ী ছাড়া ভুমিহীন দরিদ্র আক্তার হোসেনের স্ত্রী তিন সন্তানের জননী শেফালী বেগম পাষন্ড বড় বোন হাসিনা বেগমের অপবাদ সইতে না পেরে ছোট বোন দরিদ্র শেফালি বেগম আত্মহত্যা করেছে। একই এলাকার পাশের বাড়ীর পাষন্ড বড় বোন হাসিনা বেগমের কাছ থেকে ছোট বোন শেফালীর স্বামী আকতার হোসেন কিছু দিনের জন্য ১ হাজার টাকা ধার নেয়, টাকা ফেরৎ দেওয়ার সময় পার হওয়ার পুর্বেই বড় বোন টাকা ফেরৎ চায়। দরিদ্র ভিটা হারা ছোট বোন স্বামীর সামনে অপারগতা প্রকাশ করে আরো সময় চাই। গত বৃহস্পতিবার বিকালে এ ব্যাপারে দুই বোনের মধ্যে কথা কাটাকাটি করার পর তাদের ঝগড়া হয়। পরে এশার নামাজের পুর্বে আবার বড় বোন ও তার স্বামী কামাল মিয়া লোকজন নিয়ে ছোট বোনের স্বামী আকতার হোসেনকে বেদম মারধর করেন। পরে ছোট বোন সকাল ১০টায় বড় বোন এর মারধর খেয়ে ও অপবাদ সইতে না পেরে ৩টি চাউলের বিষাক্ত বড়ি খায়। বাড়ীর আশে-পাশের মানুষ টের পেয়ে তৎক্ষণাত তার মুখ থেকে দুটি বড়ি বেড় করতে পারলেও ১টি বড়ি রয়ে যায়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। শুক্রবার সকালে রায়পুরা থানার পুলিশকে খবর দিলে লাশ সুরতহাল করে ময়না তদন্তের জন্য নরসিংদী মর্গে প্রেরণ করেন।

0 comments:

Post a Comment