মাধবদী প্রতিনিধি: মাধবদী এখন “এ” ক্যাটাগরীর পৌরসভা। তবে নাগরিক সুযোগ সুবিধার বড় অভাব। যানজট এতই তীব্র যে, তা ঢাকা শহরকে হার মানাবে। পৌর শহরে ৬টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। হাজার হাজার ছাত্র/ছাত্রী প্রতিদিন স্কুলে আসা যাওয়া করে। কিন্তু যানজটের কারণে ছোট ছোট ছেলেমেয়েরা প্রায়ই ভোগান্তির শিকার হন। ছোট খাটো দুর্ঘটনাতো প্রায়ই ঘটছে- আর এতো ব্যস্ততার কারণে তা কারও চোখেই পড়ে না। মনে হচ্ছে এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের কোন মাথা ব্যাথা নেই। পৌর কর্তৃপক্ষ কী পারেন না, মাধবদী বাজারে দিনের বেলায় মালবাহী ট্রাক, কাপড় বোঝাই নসিমন চলাচলের উপর নিষেধাজ্ঞা দিতে? মাল লোড করার জন্য দুরে কোথাও স্থান নির্ধারণ করতে? মাধবদী গরুর বাজারে গেলে বাইরে থেকে আগত ব্যক্তি কখনই বলবেন না মাধবদী “এ” ক্যাটাগরীর পৌরসভা। আরেকটি বিষয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচওে নেয়া প্রয়োজন। সরেজমিনে দেখা গেছে মাধবদীতে ড্রেনের নয়টি ঢাকনা নেই। ঢাকনা না থাকায় এগুলোতে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। নেশাগ্রস্থতরা নেশার টাকা জোগার করতে এগুলো চুরি করছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। তাহলে কী হিরোইন ও নেশাখোরদের উপদ্রুপ বেড়ে গেছে মাধবদীতে ? পৌর কর্তৃপক্ষ অতি দ্রুত এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা করছে পৌরবাসী।
Home
»
»Unlabelled
» মাধবদী পৌর কর্তৃপক্ষ নজর দেবেন কী?
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment