মাধবদী প্রতিনিধি : মাধবদী বাজারের এক ধনাঢ্য ব্যবসায়ী অরুন কুমার রায় ব্যবসার নাম করে বিভিন্ন লোকের কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে। তার বাড়ী কুমিল্লা বলে জানা গেছে। অরুন কুমার রায় কয়েক বছর আগে মাধবদীতে এসে প্রথমে এক ব্যবসায়ীর সুতার গদিতে ম্যানেজার হিসাবে কাজ শুরু করে । ২ বছর সেখানে কাজ করার পর গত ৩ বছর আগে সে নিজেই মাধবদী বাজারে সুতার ব্যবসা চালু করে। ব্যবসার শুরুতেই অরুন বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন কৌশলে ঋণ নিয়ে জমজমাট সুতার ব্যবসা করতে থাকে। মাধবদী বাজারের অনেক পুরাতন ব্যবসায়ীরাও তার সাথে ব্যবসায় প্রতিযোগিতা করে টিকে থাকতে হিমসিম খাচ্ছিলেন। কারণ সে ক্রয় মূল্যের চেয়ে কম মূল্যে সুতা বিক্রি করে দিতো। এমনি করে অরুন বাকিতে সুতা কিনে নগদে বিক্রি করে ব্যবসার প্রসার ঘটায়। তার এই উত্থানে অনেকেই তার কাছে টাকা বিনিয়োগ করত। পরবর্তীতে মাধবদীর কাশিপুর মহল্লার ভাড়াটে বাসায় থেকে মাধবদীর কোতালিরচর গ্রামে জায়গা ক্রয় করে ব্যাংকে মর্টগেজ দিয়ে ৮৫ লাখ টাকা উত্তোলন করে। অথচ তার জায়গাও এত টাকা মূল্যের নয় বলে জানা গেছে। অর্থাৎ ব্যাংক তার জায়গা নিলাম করে নিয়ে গেলেও সে ব্যাংক থেকে যে পরিমাণের টাকা নিয়েছে তার সে টাকার সমপরিমাণ হবে না। এমনি করে মাধবদী বাজারের ব্যবসায়ী শিবু বাবুর কাছ থেকে ৫৫ লাখ, জহির মিয়ার কাছ থেকে ১০ লাখ, আল-আমিনের কাছ থেকে ৪০ লাখ, লুটু বাবুর কাছ থেকে ৩০ লাখ, মিষ্টি ব্যবসায়ী চন্দন কুমার সাহার কাছ থেকে ১০ লাখ, হরিবল বাবু সহ প্রায় ২০/২৫ জন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা নেয়। এছাড়া নারায়ণগঞ্জের সুতার ব্যবসায়ীরাও তার কাছে অনেক টাকা পায়। পাওনা টাকার জন্য ব্যবসায়ীরা মাধবদী মার্চেন্ট এসোসিয়েশনে বিচার দিলে তড়িৎ গতিতে ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন পাওনাদাররা। আর এরই মধ্যে গত ২৫ মে অরুন মাধবদী থেকে পালিয়ে যায়। অরুনের বাবা আগে থেকে ভারতে বসবাস করে আসছে বলে টাকা পাওনাদাররা মনে করছেন। বিগত সময়ও বেশ কয়েকজন ব্যবসায়ী টাকা মেরে ভারতে পালিয়ে যায় বলে জানা গেছে। অরুনের কয়েকটি গোডাউন এখনও তালাবদ্ধ। মাধবদী বাজার মার্চেন্ট এসোসিয়েশন বিষয়টি নিয়ে ভাবছেন বলে মনে হয় না। এ অবস্থায় সাধারণ ব্যবসায়ীরা দুঃশ্চিন্তাগ্রস্থ। উল্লেখ্য অরুন রায় মাধবদী বাজারের এক ধনাঢ্য হিন্দু ব্যবসায়ীর ভাগনী জামাই বলে জানা গেছে। একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, অরুন ভারতে তার আত্মিয়ের বাড়ী লুকিয়ে রয়েছে। বিগত সময় এই ব্যাপারে পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে সেখানে তার নাম অরুন সাহা উল্লেখ করা হয়েছিল, প্রকৃত পক্ষে তার নাম অরুন কুমার রায়।
Home
»
»Unlabelled
» মাধবদী বাজারের ব্যবসায়ী অরুণ রায় ৫ কোটি টাকা নিয়ে উধাও
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment