হলধর দাস: দেশব্যাপি মাধ্যমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে সরকারের গৃহীত চলমান বিশেষ উল্লেখযোগ্য প্রকল্প ‘সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’(ঝঊঝওচ)-এর অধীনে নরসিংদী জেলাব্যাপি শিক্ষকদের “জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা” বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচী ব্রাহ্মন্দী কে.কে.এম সরকারি উচ্চ বিদ্যালয়ে গত ১২ জুন থেকে শুরু হয়ে গত ১৪ জুন সফলভাবে ১ম ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
জেলা শিক্ষা অফিসার মো. হারুন-অর-রশীদ সরকার-এর সার্বিক তত্বাবধানে এবং ব্রাহ্মন্দী কে.কে.এম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ চন্দ্র দাস, ডিস্ট্রিক ট্রেনিং কো-অর্ডিনেটর ফারহানা আফরোজ ও সহকারী পরিদর্শক মাহমুদা নাসরিন-এর নেতৃত্বে মাস্টার ট্রেইনার হিসেবে সুচারুরূপে শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছেন বেলাব উপজেলা একাডেমিক সুপারভাইজার ভূপতি রঞ্জন সূত্রধর, মনোহরদী উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. জলিল মিয়া, শিবপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ গিয়াস উদ্দিন, রায়পুরা উপজেলা একাডেমিক সুপারভাইজার রেবেকা সুলতানা সম্পা, গবেষণা কর্মকর্তা নার্গিস আক্তার, পলাশ উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসরিন আক্তারসহ বিভিন্ন উপজেলার আরো ১১ জন প্রশিক্ষিত শিক্ষক-শিক্ষিকা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। ৩ দিন করে ৩টি ব্যাচে এ জেলায় মোট ৯৮০ জন শিক্ষক-শিক্ষিকা প্রশিক্ষণ গ্রহণ করবেন বলে জেলা শিক্ষা অফিস  জানায়।
জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এ প্রোগ্রামটি বাস্তবায়ন করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এ প্রোগ্রাম দেশে মাধ্যমিক শিক্ষার কাঠামো সংস্কার এবং গুণগত মান উন্নয়নে সর্বক্ষেত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা খাতকে শক্তিশালীকরণ, মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন এবং অধিকহারে মাধ্যমিক শিক্ষায় প্রবেশধিকার ও সমতা বিধানকল্পে নানা কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে। মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নের উদ্দেশ্যে শিক্ষাক্রম উন্নয়ন, শিক্ষার্থী মূল্যায়ন এবং বিদ্যালয় কৃতিভিত্তিক ব্যবস্থাপনার সংস্কার সাধনে এ প্রোগ্রাম ভূমিকা রাখছে।


0 comments:

Post a Comment