শিবপুরে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: শিবপুর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে গতকাল বুধবার বিকেলে শিবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আ: রহমান ভূঁইয়ার আয়োজনে ‘মাহে রমজানের গুরুত্ব-তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শিবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ: রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শীলু রায়। এ সময় উপস্থিত ছিলেন কুমরাদী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল, খতিব উপজেলা মসজিদ মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম, দুলালপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মানজুর হোসাইন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা অফিসার, কৃষি অফিসারসহ অন্যান্য দপ্তরের কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন খড়িয়া তামিরুল মিল্লাত দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মানজুর হোসাইন।
0 comments:
Post a Comment