নরসিংদীতে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ব্যবসায়ি সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার: গতকাল বুধবার বিকেলে নরসিংদী জেলা হোমিওপ্যাথিক চিকিৎসক ও ব্যবসায়ি সমিতির উদ্যোগে বাজির মোড়স্থ চিয়াংরাই রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা হোমিওপ্যাথিক চিকিৎসক ও ব্যবসায়ি সমিতির সভাপতি ডা. নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মঞ্জুর এলাহী। নরসিংদী জেলার হোমিওপ্যাথিক চিকিৎসক ও ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক ডা. রমজান আলী প্রামাণিক এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলার হোমিওপ্যাথিক চিকিৎসক ও ব্যবসায়ি সমিতির সহ-সভাপতি ডা. আমিনুল ইসলাম, ডা. জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক ডা. শফিকুল ইসলাম স্বপন, যুগ্ম সম্পাদক ডা. আজিজুর রহমান, প্রচার সম্পাদক ডা. নাছিরুদ্দিন সরকার, মাধবদী পৌর শাখা সভাপতি ডা. আলতাফ হোসেন, ডা. আ: হান্নান, ডা. সোহাগ, ডা. অহিদুজ্জামানসহ অন্যান্য চিকিৎসক ও ব্যবসায়িবৃন্দ। ইফতার ও দোয়া মাহফিলে আলোচনা সভায় বক্তারা সমিতির বিভিন্ন উন্নয়ন ও বিভিন্ন ইউনিট কমিটি গঠন করার আশ্বাস দেন।
0 comments:
Post a Comment