স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাক্টিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ) এতিমদের সম্মানে গত সোমবার এক ইফতার মাহফিলের আয়োজন করে। শহরের স্টাইলাস রেস্তোরায় আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. সুলতানা রাজিয়া। বিপিএমপিএ’র সভাপতি বিশিষ্ট চিকিৎসক ও গবেষক ডা. মোজাম্মেল হক কমলের সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তৃতা করেন বিপিএমপিএ’র সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক অপু। উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রবীণ চিকিৎসক ডা. আরকে মল্লিক, নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. সৈয়দ আমিরুল হক শামীম, জেলা হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আব্দুর রাজ্জাক, ডা. আবু জায়েদ, ডা. আবু কাউছার সুমন, ইবনেসিনা ফার্মাসিউটিকেলস্রে স্থানীয় কর্মকর্তা হারুন অর রশিদ প্রমুখ।
ইফতার পূর্ব সমাবেশে সিভিল সার্জন ডা. সুলতানা রাজিয়া বলেন, সিয়াম বা রোজা মানুষের আত্মকে কলুষমুক্ত করে। দেহকে পরিশুদ্ধ করে। রোজা মানব জীবনের জন্য একটি অপরিহার্য বৈজ্ঞানিক ব্যবস্থা। এতিমরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। শুধু ইফতার মাহফিলে দাওয়াত দিয়ে এতিমদেরকে খাওয়ালে চলবে না, সমাজের সকল কর্মকা-ে বঞ্চিত এতিমদেরকে সাথে নিয়ে আমাদেরকে সমাজ প্রগতির পথে এগিয়ে যেতে হবে।


0 comments:

Post a Comment