রায়পুরা থেকে এস এম শরীফ: বাংলাদেশ ইসলামী ব্যাংক নরসিংদীর রায়পুরা শাখার উদ্যোগে তাকওয়া অর্জনে রমজানের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ব্যাংক মিলনায়তনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক রায়পুরা শাখার সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার ও শাখা প্রধান মুহাম্মদ শামছুল হুদা চৌধুরী। ইসলামী ব্যাংক রায়পুরা শাখার সহকারী ম্যানাজার জাকের হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওয়ালানা আব্দুল ওয়াহাব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা পৌর মেয়র জামাল মোল্লা, ইসলামী ব্যাংক নরসিংদী শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ কামরুল বারী ইমামী, রায়পুরা বাজারের বিশিষ্ট ব্যবসায়ি মো. তাজুল ইসলামসহ অন্যান্যরা। এ ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলেন।

0 comments:

Post a Comment