আল-আমিন মিয়া, পলাশ প্রতিনিধি: দ্রুত বিচার আইনে নরসিংদীর পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলম মোল্লাসহ বিএনপির ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হওয়ার ঘটনায় গত বুধবার ৮ নেতাকে জামিন দিয়েছে নরসিংদীর আদালত। জামিন প্রাপ্তরা হলেন, পলাশ উপজেলার ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল শহর বিএনপির সাধারণ সম্পাদক আলম মোল্লা, পলাশ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বক্তিয়ার, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ খান, বিএনপি ও যুবদলের নেতা রাজু, রিপন, কাউছার, কালাম গাজী, ফরাদ মিয়া। উল্লেখ, গত বৃহস্পতিবার পলাশ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপির ইফতার মাহফিল বন্দ করে দেয়। ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু ইফতার মাহফিল বন্দ হয়ে যাওয়ায় তিনি আর সেখানে যেতে পারেন নি। ছাত্রলীগের হামলার ওই ঘটনায় জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরুজ মোল্লা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ করে জানিয়ে ছিলেন, স্থানীয় চরনগরদী বাজারের খেলার মাঠে কয়েক হাজার মানুষের জন্য একটি প্যান্ডেল তৈরি করে চেয়ার-টেবিল প্রস্তুত করা হয়। কিন্তু গত বৃহস্পতিবার রাতে পলাশ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ শাহীনের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী সেখানে হামলা চালায়। তারা দা, চাপাতি ও রামদা নিয়ে প্যান্ডেলের কাপড় কেটে ফেলে এবং চেয়ার-টেবিল ভাঙচুর করে। খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও বাজারের লোকজন গেলে তারা পালিয়ে যায়। ইফতার মাহফিলে হামলার পর রাতের অন্ধকারে উল্টো পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান আলম মোল্লাসহ বিএনপির ১৪ জন নেতাকর্মীদের নামে দ্রুত বিচার আইনে মামলা করেছে জিনারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারা।


0 comments:

Post a Comment