স্টাফ রিপোর্টার: নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সমন্বয় সংস্থার বার্ষিক সাধারণ সভা ও ইফতার পার্টি গত ১১ জুন পাপড়ি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবী সমন্বয় সংস্থার সভাপতি মতিউর রহমান ভূঞা জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলাসস্টিকা মডেল কলেজের অধ্যক্ষ সাহিদুল বাহার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাব এর সিলেট অঞ্চলের সমন্বয়কারী বাবুল আক্তার, ঢাকা আহছানিয়া মিশনের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাপড়ির নির্বাহী পরিচালক আবু বাছেদ, সমন্বয় সংস্থার সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন আহাম্মেদ, একর্ডের নির্বাহী পরিচালক এবিএম আজরাফ টিপু, ব্র্যাক’র জেলা কো-অর্ডিনেটর মো. মিজানুর রহমান, অসেস’র নির্বাহী পরিচালক জামাল হোসেন, চাষী কল্যাণ সমিতির জেলা কো-অর্ডিনেটর মো. দেলোয়ার হোসেন প্রমুখ। সভায় জেলা স্বেচ্ছাসেবী সমন্বয় সংস্থার কার্যক্রম আরো গতিশীল করার ব্যাপারে সকলে দৃঢ় মনোভাব পোষণ করেন। সভাশেষে সকলকে ইফতারে আপ্যায়িত করা হয়।

0 comments:

Post a Comment