স্টাফ রিপোর্টার: বিএনপি নেতা খায়রুল কবির খোকন নাশকতার পাঁচ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন চেম্বার জজ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জামিন বহালের এই আদেশ দেন। ফলে তার মুক্তিতে আর কোনও বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
আদালতে খায়রুল কবিরের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদিন ও আইনজীবী সগীর হোসেন লিওন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।
পরে আইনজীবী সগীর হোসেন লিওন সাংবাদিকদের জানান, ‘৫ মামলায় রাষ্ট্রপক্ষের আবেদনে নো অর্ডার দিয়েছেন আদালত। এর ফলে হাইকোর্টের আদেশ বহাল থাকছে।’
২০১৫ সালে ককটেল বিষ্ফোরণ, গাড়ি ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে খায়রুল কবির খোকনের বিরুদ্ধে রাজধানীর পল্টন, গুলশানসহ বেশ কয়েকটি থানায় মামলা করে পুলিশ। এসব মামলায় ৪ মে ঢাকার আদালতে আত্মসমর্পণ করেন তিনি। কয়েকটি মামলায় জামিন দিয়ে বাকিগুলোর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে ৪ জুন হাইকোর্ট থেকে সাত মামলায় জামিন পান খায়রুল কবির খোকন। পরে শুধু পাঁচ মামলায় জামিনাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন। শুনানি শেষে নো অর্ডার দেন আদালত।
Home
»
»Unlabelled
» বিএনপি নেতা খায়রুল কবির খোকনের মুক্তিতে বাধা নেই
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment