গ্রামীণ দর্পণ ডেস্ক/মো. মাহবুবুল আলম লিটন: রায়পুরা উপজেলার দাঙ্গাপ্রবণ চরাঞ্চল বাঁশগাড়িতে বইতে শুরু করেছে শান্তির বাতাস। অব্যাহত  টেঁটাযুদ্ধে অসংখ্য তাজা প্রাণ ঝরে যাওয়ার পর সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপির সার্বিক প্রচেষ্টায় দীর্ঘদিন পর গত শনিবার ঘরে ফিরল আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল হক সমর্থক হাজারো পরিবার।
জানা যায়, রায়পুরার চরাঞ্চলে যুগ যুগ ধরে চলে আসছে এ টেঁটাযুদ্ধ। অতি তুচ্ছ কারণেও টেঁটা-বল্লম-ঢাল নিয়ে প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। এসব অঞ্চলে কখনো গোষ্ঠীগত, প্রভাব-প্রতিপত্তি ও সীমানা বিরোধ নিয়ে মুহূর্তের মধ্যে টেঁটাযুদ্ধে জড়িয়ে পড়ে শত শত গ্রামবাসী।
এসব যুদ্ধে যোগ দিতে আশপাশের বিশ-বাইশ গ্রাম তো বটেই, বিশ-বাইশ মাইল দূরে থাকা আত্মীয়-স্বজনও এসে হাজির হয়। কখনো কখনো পর পর দুই-তিনদিন ধরে চলে যুদ্ধ।
প্রতি বছর প্রতিপক্ষের হামলা-মামলায় সর্বস্ব হারায় শত শত পরিবার। যারা নিহত হয়, তাদের রক্তের প্রতিশোধ নিতে পাল্টা খুন আর মামলায় ক্ষত-বিক্ষত হয়।
এর মধ্যে গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বাঁশগাড়ীতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান শাহেদ সরকার ও উপজেলা আওয়ামী লীগ নেতা বর্তমান ইউপি চেয়ারম্যান সিরাজুল হকের সমর্থকদের মধ্যে শুরু হয় বিবাদ। এরই জের ধরে গত প্রায় তিনমাসে চরাঞ্চল বাঁশগাড়ীতে তাদের সমর্থকদের মধ্যে সৃষ্ট সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়। আহত হয় শত শত। বসতঘর হারায় কয়েক শতাধিক পরিবার। উক্ত ঘটনায় কয়েক মাস ধরে নিজ বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন ইউপি চেয়ারম্যান সমর্থক হাজারো মানুষ। এসব ঘটনায় গত তিনমাসে উভয় পক্ষের হত্যা মামলাসহ অর্ধ শতাধিক পাল্টাপাল্টি মামলা হয়। এর মধ্যে পুলিশ বাদী হয়ে মামলাও করেছে একাধিক।
এমতাবস্থায় সচেতন সাধারণ মানুষ সুন্দর পরিবেশে বেঁচে থাকার তাগিদে পৈতৃক ভিটা বিসর্জন দিয়ে অন্যত্র পাড়ি জমাচ্ছে। এ সময় দাঙ্গাপ্রবণ চরাঞ্চলে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে পদক্ষেপ নেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।
গত শুক্রবার বিকেলে উভয়পক্ষের নেতৃস্থানীয়দের নিয়ে বৈঠকে বসেন তিনি। উভয় পক্ষের সকল অভিযোগ শুনে দীর্ঘ প্রচেষ্টার পর সমঝোতায় পৌঁছেন। পরে উভয় পক্ষের প্রধান দুইজনকে একত্রিত করে জনসম্মুখে মিলিয়ে দেন এবং সবাইকে নিজ নিজ ঘরে ফিরে যাওয়ার নির্দেশ দেন।
আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল হক বলেন, রায়পুরা উপজেলাবাসীর অভিভাবক এমপি যে সমাধান করে দিয়েছেন তার তুলনা নেই। আমার লোকজন আজ নিজ ঘরে উঠেছে।
রায়পুরা থানার ওসি মো. আজহারুল ইসলাম সরকার বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা চরাঞ্চল বাঁশগাড়ীর এ মরন নেশা টেটাযুদ্ধ থামা উচিত। আর সে লক্ষ্যে সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি মহোদয় যে উদ্যোগ নিয়েছেন সেটি যোগপুযোগী ও মহৎ। সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ বিভাগও প্রস্তুত।
সমঝোতা বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস ছাদেন, ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম মিঠু, নসির উদ্দিন খান, শ্রীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল প্রমূখ।


0 comments:

Post a Comment