স্টাফ রিপোর্টার: ইসলামিক ফাউন্ডেশন নরসিংদী জেলা কার্যালয়ের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ড. সুভাস চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আলম। ইসলামিক ফাউন্ডেশনের নরসিংদী জেলা কার্যালয়ের মাস্টার ট্রেইনার মো. মুহসিনুল আলম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
জেলা প্রশাসক প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলাম শান্তির ধর্ম, বাংলাদেশ শান্তির অঞ্চল আর এ দেশের মানুষ শান্তি প্রিয়। তাই জঙ্গিবাদ ও সন্ত্রাস যেমন ইসলামে নেই তেমনি বাংলাদেশেও জঙ্গিবাদ সন্ত্রাসের কোন জায়গা নেই। তিনি আরো বলেন একজন বিপথগামী মানুষকে সৎ পথে ফিরিয়ে আনাও উন্নয়নের অংশ। মানুষের নৈতিক উন্নয়ন হচ্ছে প্রকৃত উন্নয়ন। ইমাম/খতিবদের উন্নয়নের মূল ¯্রােতধারায় সম্পৃক্ত করতে হবে। ইমাম সাহেবগণই পারেন জঙ্গী, সন্ত্রাস দমনে মূখ্য ভূমিকা রাখতে এবং তাঁরা সেই কাজটি নিয়মিত ভাবে করে যাচ্ছেন।
সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আবদুল্লাহ আল মাসুদ। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো. রুহুল আমিন। সম্মেলনে ইমাম, খতিব পীর মাশায়েখ ও খানকা মাজারের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
0 comments:
Post a Comment